দুর্নীতিবিরোধী বিক্ষোভে নেপালে নতুন সংকট, পার্লামেন্ট পুনর্বহালের দাবি প্রধান দলগুলোর
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪

নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভের জেরে রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে। পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়ে আটটি প্রধান রাজনৈতিক দল এর পুনর্বহাল দাবি করেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল, মাওবাদী কেন্দ্রসহ আট দল প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের সিদ্ধান্তের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়েছে। তারা বলছে, নির্বাচিত সংসদের বদলে প্রেসিডেন্টের পদক্ষেপ আদালতের রায়েরও পরিপন্থি।
এর আগে নবনিযুক্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পরামর্শে প্রেসিডেন্ট আইনসভা ভেঙে দেন। তবে এটি ছিল “জেন জি আন্দোলনকারীদের” অন্যতম দাবি। আগামী ৫ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হন। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনসহ সরকারি দপ্তরে আগুন ধরিয়ে দিলে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।
নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতিমুক্ত ভাবমূর্তির অধিকারী কার্কির নেতৃত্বকে আন্দোলনকারীরাও সমর্থন দিচ্ছেন। তবে তার সামনে চ্যালেঞ্জ হলো- আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ভাঙচুর হওয়া সরকারি অবকাঠামো পুনর্নির্মাণ তরুণদের আস্থা ফেরানো সহিংসতার দায়ীদের বিচারের আওতায় আনা প্রেসিডেন্ট পাউডেল সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তার মতে, আসন্ন নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্রকে আরও কার্যকর করা সম্ভব হবে।
কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অস্থিরতার পর সেনারা কাঠমান্ডুর রাস্তায় টহল শেষ করে ব্যারাকে ফিরে গেছে। নেপাল ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।