ধ্বংসযজ্ঞ গাজায়, ক্ষুধা ও বাস্তুচ্যুতির ঝুঁকি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৮

গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা। ইসরায়েলি বাহিনীর টানা বোমাবর্ষণে নতুন করে নিহত হয়েছেন অন্তত ৫৩ জন ফিলিস্তিনি।
রবিবার গাজা সিটির অন্তত ১৬টি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ছিল তিনটি আবাসিক টাওয়ারও। দক্ষিণ রিমালের আল-কাওসার টাওয়ারে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভবন ধ্বংস করেছে ইসরায়েল।
অবিরাম বোমাবর্ষণে হাজার হাজার মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। চিকিৎসকদের তথ্যে জানা গেছে, শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৩৫ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পুষ্টিহীনতায় আরও দুইজন ফিলিস্তিনি মারা গেছেন। যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২২ জনে। এক বাস্তুহারা মারওয়ান আল-সাফি বলেন— ‘আমরা জানি না কোথায় যাব। আমরা এখানে মরছি।
গাজার সরকারি গণমাধ্যম বলছে, এটি পরিকল্পিত বোমাবর্ষণ। স্কুল, মসজিদ, হাসপাতাল থেকে শুরু করে আন্তর্জাতিক সংস্থার কার্যালয়— কোনো কিছুই রক্ষা পাচ্ছে না। একদিকে আকাশ থেকে আগুন, অন্যদিকে ক্ষুধা আর বাস্তুচ্যুতি। গাজার মানুষ আজ বেঁচে থাকার জন্য লড়ছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।