ইউরোপকে কড়া বার্তা দিল রাশিয়া!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৬

ছবি: সংগৃহীত

বেলারুশের রাজধানী মিনস্কের আকাশে যুদ্ধের আবহ। সুখোই-৩৪ বোমারু বিমান থেকে পড়ছে গাইডেড বোমা, বিকট শব্দে কেঁপে উঠছে চারপাশ। তবে এটি কোনো আসল যুদ্ধ নয়, এটি হলো রাশিয়া ও বেলারুশের একটি বিশাল যৌথ সামরিক মহড়া, যার নাম ‘জাপাদ-২০২৫’।

মস্কো ও মিনস্ক এই মহড়াকে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক বললেও, ইউরোপে উত্তেজনা চরমে। প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত এই মহড়াটি এমন এক সময়ে হচ্ছে, যখন পূর্ব ইউরোপের আকাশসীমা বারবার রুশ ড্রোন দ্বারা লঙ্ঘিত হচ্ছে। ন্যাটোও এর জবাবে যুদ্ধবিমান পাঠিয়ে ড্রোন ভূপাতিত করেছে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই মহড়াকে ‘অত্যন্ত আগ্রাসী’ বলে বর্ণনা করেছেন। মহড়ার আগেই পোল্যান্ড বেলারুশের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।

আসলে এই মহড়ার মাধ্যমে রাশিয়া ইউরোপকে একটি কড়া বার্তা দিতে চাইছে। সেই বার্তাটি হলো: ‘দেখুন, আপনাদের দোরগোড়ায় কী পরিমাণ সামরিক শক্তি প্রস্তুত। মস্কোর সঙ্গে সংঘাত আপনাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না।’



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top