মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন, টানাপোড়েনের পর দুই দেশের সম্পর্কে অগ্রগতি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৩

ভারত-যুক্তরাষ্ট্রের দীর্ঘ টানাপোড়েনের পর প্রথমবার সরাসরি কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মোদির ৭৫তম জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানান ট্রাম্প। একে দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
জন্মদিনের এই ফোনালাপে উভয় নেতা ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং ইউক্রেনে চলমান সংঘাত নিয়েও আলোচনা করেন।
প্রধানমন্ত্রী মোদি এক্সে এক পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “আপনার মতো আমিও ভারত-মার্কিন অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি।”
জবাবে, ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, “আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দারুণ ফোনালাপ হয়েছে। আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। তিনি অসাধারণ কাজ করছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে মার্কিন উদ্যোগে ভারতের সমর্থনের জন্য ধন্যবাদ।”
এমন সময়ে এই বার্তা এল যখন যুক্তরাষ্ট্র ভারতের ওপর চড়া শুল্ক আরোপ করেছে। ভারতীয় আমদানিতে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করা হয়েছে। এর মধ্যে রাশিয়ান তেল আমদানিতে রয়েছে ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক—যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ।
ফলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয় এবং বাণিজ্য আলোচনাও স্থবির হয়ে পড়ে। তবে সম্প্রতি আলোচনা আবারও শুরু হয়েছে। মঙ্গলবার দুই দেশ দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছে, যা ওয়াশিংটন ইতিবাচক বলে উল্লেখ করেছে।
গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, তিনি শিগগিরই মোদির সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী এবং আত্মবিশ্বাসী যে উভয় পক্ষ বাণিজ্য চুক্তি স্বাক্ষরে সক্ষম হবে। মোদির ইতিবাচক প্রতিক্রিয়ার পরই আলোচনার নতুন উদ্যোগ শুরু হয়েছে।
সূত্র: এনডিটিভি
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।