গাজায় ৬৫ হাজার ছাড়াল মৃত্যুর সংখ্যা! কেন থামছে না যুদ্ধ?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। গত এক দিনেও সেখানে ৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত আহত হয়েছেন প্রায় ১ লাখ ৬৫ হাজার মানুষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মরদেহ চাপা পড়ে আছে। ইসরায়েল সম্প্রতি দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে পুনরায় অভিযান শুরু করেছে। এর ফলে মানবিক সংকট আরও তীব্র হয়েছে।
ইসরায়েলি সেনারা খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও হামলা চালাচ্ছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। পাশাপাশি, খাদ্য ও পুষ্টির অভাবেও অনেক শিশুসহ ফিলিস্তিনিদের মৃত্যু হচ্ছে।
আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ একাধিকবার ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানালেও তা উপেক্ষা করা হয়েছে। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।