বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

তাইওয়ানে রাগাসার তাণ্ডব: নিহত ১৪, নিখোঁজ ১২৪

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬

সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে উদ্ভূত সুপার টাইফুন রাগাসার ভয়াবহ আঘাতে লণ্ডভণ্ড তাইওয়ান। এখন পর্যন্ত সেখানে ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১৮ জন।

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় জেলা হুয়ালিয়েনেই ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। এই জেলা থেকে এখনো ১২৪ জন নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে উদ্ধার অভিযান জোরেশোরে চলছে। হুয়ালিয়েনের প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান-তিন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞানীরা রাগাসাকে ‘সুপার টাইফুন’ হিসেবে আখ্যায়িত করেছেন এর ব্যাপক শক্তি ও বিধ্বংসী ক্ষমতার জন্য। এটি সোমবার ফিলিপাইনের উপকূলে ঘণ্টায় ২৩০ কিলোমিটার বাতাসের গতি নিয়ে আছড়ে পড়েছিল।

এই মুহূর্তে রাগাসা তাইওয়ান থেকে চীনের দক্ষিণ উপকূল এবং এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হংকংয়ের দিকে এগিয়ে যাচ্ছে। হুয়ালিয়েনের গুয়াংফুতে নদীর ওপর একটি বড় সড়ক সেতু ভেসে গেছে এবং প্রায় ১ হাজার মানুষ আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন দমকল কর্মকর্তারা।



বিষয়: riot


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top