মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

কখনোই পারমাণবিক বোমা নয়: ইরানি প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০

সংগৃহীত

জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিলেন—তেহরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না।

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনঃচালুর প্রক্রিয়া শেষ করছে ২৭ সেপ্টেম্বর। তাদের অভিযোগ, ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তি মানছে না। তবে ইরান বলছে, ট্রাম্পের ২০১৮ সালের সরে যাওয়া ও পরবর্তী হামলাগুলোই দায়ী।

পেজেশকিয়ান ইউরোপকে ‘ভণ্ডামির’ অভিযোগে বলেন—ইসরাইলের বিমান হামলায় এক হাজারের বেশি ইরানি নিহত হয়েছেন, সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। ইরান দাবি করছে—তারা কখনোই মাথা নত করবে না, আর পারমাণবিক বোমার পথেও হাঁটবে না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top