মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

জুবিন গার্গের মৃত্যু: ড্রামার শেখরজ্যোতি গোস্বামী আটক, তদন্তে নতুন মোড়

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩

ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর এক সপ্তাহ পার হলেও রহস্য কাটছে না। তার জীবনাবসান ঘিরে নানা প্রশ্নের উত্তর খুঁজছে আসাম সরকার। এ জন্য গঠন করা হয়েছে ১০ সদস্যের বিশেষ তদন্তকারী দল (এসআইটি), যার নেতৃত্বে আছেন স্পেশাল ডিজিপি এম. পি. গুপ্ত।

 

তদন্ত সূত্রে জানা গেছে, জুবিনের জীবনের শেষ সময়ে ইয়টে তার সঙ্গে থাকা ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করেছে এসআইটি। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ।

 

তদন্তে ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মী শ্যামকানু মহন্তর নামও উঠে এসেছে। জানা গেছে, তিনি বিমানবন্দর থেকেই সিআইডির সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং পরে আত্মসমর্পণে রাজি হন। বৃহস্পতিবার সকালে তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, যদিও কারণ প্রকাশ করেনি তদন্তকারী দল।

 

এছাড়া সিঙ্গাপুর আসাম অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তাদেরও আটক করা হতে পারে বলে সূত্রে জানা গেছে।

 

সব মিলিয়ে জুবিন গার্গের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে তীব্র জলঘোলা। ভক্ত-অনুরাগীরা এখন অপেক্ষায় আছেন—কবে উন্মোচিত হবে প্রিয় শিল্পীর মৃত্যু ঘিরে আসল রহস্য।

 

আপনি চাইলে আমি এই খবরের জন্য কয়েকটি আকর্ষণীয় শিরোনাম সাজেস্ট করে দিতে পা

রি। চাইবেন?

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top