মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই জাতিসংঘ কক্ষ ফাঁকা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৩

ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য শুরু করতেই কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিশ্বের কয়েকশ কূটনীতিক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পোডিয়ামে দাঁড়িয়ে বক্তব্য শুরু করেছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

টাইমস অব ইসরায়েল জানায়, শুধু আরব ও মুসলিম দেশ নয়, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিকও ওয়াক আউট করেন। তবে এ ঘটনায় নজর সরাতে নেতানিয়াহুর সমর্থকেরা—যাদের মধ্যে তার স্ত্রী ও নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসও ছিলেন—জোরে তালি দিতে থাকেন।

নেতানিয়াহু তার বক্তব্যে ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানানোসহ নানা বিষয় তুলে ধরেন। এসময় তিনি পোশাকে একটি বিশেষ পিন সাঁটেন, যাতে থাকা কিউআর কোড স্ক্যান করে হামাসের ভিডিও দেখতে বলেন উপস্থিতদের।

যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু দাবি করেন—

  • ইসরায়েলি সেনারা ইতিহাসের অন্যতম বড় সামরিক সাফল্য পেয়েছে, তবে গাজায় এখনো হামাস যোদ্ধারা আছে।
  • হামাসকে পুরোপুরি নির্মূল করতে আরও সময় লাগবে।
  • গাজার সীমান্তে লাউডস্পিকার বসিয়ে এবং স্থানীয়দের মোবাইলে তার বক্তব্য পৌঁছে দেওয়া হয়েছে।

হামাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, “অস্ত্র ফেলে দিলে এবং জিম্মিদের ছেড়ে দিলে যুদ্ধ এখনই শেষ হবে।” যুদ্ধ শেষে গাজা নিরস্ত্রীকরণ করা হবে এবং সেখানে ইসরায়েল নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থার অধীনে একটি বেসামরিক সরকার গঠন করা হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top