মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

মুন্সীগঞ্জে বিয়ের পর নববধূকে নিয়ে গেলেন আপন ভাই, অসহায় বর ফিরলেন একা

মুন্সীগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭

টাকার জন্য মরদেহ দাফনে বাধা। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়ায় বিয়ের পর নববধূকে নিয়ে ফেরার পথে গাড়ি থামিয়ে নিয়ে গেছেন তারই আপন ভাই। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে বর একা বাড়ি ফিরতে বাধ্য হন।

স্থানীয়রা জানান, বর মুরাদ বেপারী নববধূ সুমাইয়া আক্তারকে নিয়ে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলে এসে গাড়ির গতিরোধ করেন কনের ভাই মারুফ। পরে তিনি প্রকাশ্যে নববধূকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যান। এ দৃশ্য এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বর মুরাদ বেপারী টঙ্গীবাড়ি উপজেলার পুরা গ্রামের মৃত শফি বেপারীর ছেলে। কনে সুমাইয়া সদর উপজেলার মিরকাদিম পৌরসভার পুকুরপাড়া দক্ষিণ রামগোপালপুর এলাকার মোহাম্মদ সুমনের মেয়ে। প্রায় ছয় মাস আগে তাদের কাবিন হয়েছিল। শুক্রবার ছিল আনুষ্ঠানিক বিয়ের দিন।

অভিযোগ করে মুরাদ বলেন, “আমার বিয়ে করা স্ত্রীকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। শুধুমাত্র খাবার নিয়ে ঝগড়ার জেরেই এমন ঘটনা ঘটেছে।”

অন্যদিকে কনের ভাই মারুফ অভিযোগ অস্বীকার করে বলেন, “বরযাত্রী আসার কথা ছিল ৫০ জন, কিন্তু এসেছেন ৮০ জনের বেশি। খাবার পরিবেশন নিয়ে সমস্যা হয়। আমরা অনুরোধ করেছিলাম কিছুক্ষণ অপেক্ষা করতে। কিন্তু তারা রাগ করে ১৫ জনকে না খাইয়ে চলে যান। এরপর বরের পরিবার জোর করে আমার বোনকে গাড়িতে তুলতে চাইছিল। তাই আমরা বোনকে নিয়ে আসি।”

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল ইসলাম জানান, থানায় কোনো অভিযোগ আসেনি। এটি পারিবারিক ব্যাপার হতে পারে, অভিযোগ করার মতো কিছু ঘটেনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top