নিউইয়র্কে ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় বিএনপির কর্মী গ্রেপ্তার
নিউইয়র্ক থেকে | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় রিয়াজ রহমান হোসাইন নামে বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)।
ঘটনাটি শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঘটে। মারধরের শিকার ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া, যিনি ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পদপ্রার্থী, শারীরিক আঘাতের কারণে হাসপাতালে ভর্তি হন। পুলিশ রিয়াজকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যায়।
হৃদয় মিয়া বলেন, “বিক্ষোভ শেষে আমরা বাসায় ফেরার পথে এক যুবক আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি শুরু করে। আমি জানতে চাইলে অতর্কিতে মাথা, ঘাড় ও মুখে ঘুষি মারেন। পরে পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে যায়।”
যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গিয়াস আহমেদ অভিযোগের প্রতিক্রিয়ায় বলেন, “রিয়াজ আমাদের কর্মী। আমরা আশা করছি দ্রুত তাকে মুক্তি দেওয়া হবে। ওই ছাত্রলীগ নেতা আমাদের মহাসচিবকে এয়ারপোর্টে গালাগালি করেছিল। সেই ক্ষোভ থেকেই রিয়াজ তাকে মারধর করে।”
এ ঘটনার পর নিউইয়র্ক পুলিশ দুজনের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার তদন্ত শুরু করেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।