মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

নরসিংদীর পলাশে প্রবাসী যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬

ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে ঘোড়াশাল টানস্টেশনের রেললাইনের পাশে গণি মিয়া (৩০) নামে এক প্রবাসী যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

নিহত গণি মিয়া ঘোড়াশাল আঁটিয়াগাও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি প্রবাস থেকে তিন মাস আগে দেশে ছুটিতে এসেছিলেন।

পরিবারের কাছে জানা যায়, গত শুক্রবার রাতেই তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। খোঁজ না পাওয়ায় পরের দিন পরিবারের পক্ষ থেকে থানায় সংবাদ দেওয়া হয়। পরে সকালে রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবার সেখানে যান এবং গণি মিয়ার মরদেহ সনাক্ত করেন।

নরসিংদী রেলওয়ের পুলিশের উপ-পরিদর্শক নাজিমুদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ, হত্যা না আত্মহত্যা পরিষ্কার হবে।

পরিবারের অভিযোগ, কেউ হত্যা করে গণি মিয়াকে রেললাইনের পাশে ফেলে দিয়েছে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top