মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫২

সংগৃহীত

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্কে মার্কিন সেনাদের নির্দেশ অমান্য করার আহ্বান জানানোর পরই এই কঠোর সিদ্ধান্ত নেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, পেত্রোর বেপরোয়া ও উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে আমরা তার ভিসা বাতিল করব।

শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের বাইরে এক সমাবেশে পেত্রো সরাসরি মার্কিন সেনাদের প্রতি আহ্বান জানান: আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সব সৈন্যদের জনগণের দিকে বন্দুক তাক না করার জন্য অনুরোধ করছি। ট্রাম্পের আদেশ অমান্য করুন। মানবতার আদেশ মেনে চলুন!

এর আগেও গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে পেত্রো ট্রাম্পের তীব্র সমালোচনা করেন। তিনি মার্কিন নেতাকে গাজায় ‘গণহত্যার সাথে জড়িত’ বলে অভিযুক্ত করেন।

একই সঙ্গে, ক্যারিবিয়ান জলসীমায় মাদকবাহী নৌকায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জন্য তিনি ‘ফৌজদারি মামলা’ করার আহ্বান জানান। ভিসা বাতিলের এই হুমকির বিষয়ে পেত্রোর অফিস বা কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এই ঘটনা যুক্তরাষ্ট্র-কলম্বিয়া সম্পর্কে নতুন করে তীব্র কূটনৈতিক টানাপোড়েন তৈরি করল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top