গ্রিসের সতর্কবার্তা: গাজায় ইসরাইল বন্ধু হারাচ্ছে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩০
ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র গ্রিস এবার কড়া সতর্কবার্তা দিয়েছে। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বলেছেন, গাজায় এই ধ্বংসাত্মক যুদ্ধ চললে ইসরাইল তার অবশিষ্ট বন্ধুদেরও হারানোর ঝুঁকিতে পড়বে।
শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি বলেন, হামাসের হামলার পর আত্মরক্ষার অধিকার ইসরায়েলের আছে, তবে হাজারো শিশুর মৃত্যু কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না।
গ্রিস কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখলেও খোলাখুলি কথা বলতে দ্বিধা নেই। মিৎসোটাকিস সতর্ক করে বলেন, এই ধারা চলতে থাকলে তা ইসরাইলের স্বার্থকেই ক্ষতিগ্রস্ত করবে এবং আন্তর্জাতিক সমর্থন কমে যাবে।
তিনি তাঁর ইসরাইলি বন্ধুদের স্পষ্ট বার্তা দেন: দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা ভেঙে দিলে তারা তাদের অবশিষ্ট মিত্রদেরও দূরে ঠেলে দেবে। এদিকে, আইসিসি যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সে কারণে নিউইয়র্ক আসার পথে তাকে ফ্রান্সের আকাশসীমাও এড়িয়ে যেতে হয়েছে।
ফ্রান্স ও যুক্তরাজ্যসহ কয়েকটি ইউরোপীয় দেশ ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ায় এবং দক্ষিণ আফ্রিকা আইসিজেতে গণহত্যার মামলা করায় আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।