জাতিসংঘের সামনে বিএনপির শোডাউন, পালালো আওয়ামী লীগ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৬
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সামনে অধিবেশন চলাকালে বিএনপি ব্যাপক সমাবেশ করেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত হয়ে বিএনপির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুস এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজনৈতিক নেতাদের স্বাগত জানান।
একই সময়ে একই জায়গায় আওয়ামী লীগের সমাবেশ হওয়া সত্ত্বেও দলটি বিএনপির শোডাউনের সামনে বেশিক্ষণ অবস্থান করতে পারেনি। এক আওয়ামী লীগ নেতাকে মারধরের ঘটনায় পুলিশ আহত নেতাকে উদ্ধার করে এবং আক্রমণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেনি। পরে আওয়ামী লীগ নির্ধারিত এলাকা ত্যাগ করে নিরাপদ দূরত্বে চলে যায়।
বিস্তারিত তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় জাতিসংঘের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ভাষণ চলাকালীন অধিবেশন স্থল ফাঁকা হয়ে যায়। এরপর ড. ইউনুস রাজনৈতিক নেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দেন।
নিউইয়র্ক পুলিশ উভয় দলকে জাতিসংঘ সদর দপ্তর থেকে কয়েকশ মিটার দূরে ৪৭ অ্যাভিনিউতে সমাবেশের অনুমতি দেয়। বিএনপি তিনদিনের সন্ত্রাস ও হামলার পর এই সমাবেশকে “টিকে থাকার চ্যালেঞ্জ” হিসেবে গ্রহণ করে। ঢাকা ও লন্ডন থেকে কেন্দ্রীয় নেতারা নিউইয়র্কে এসে সমাবেশ তদারকি করেন।
বিএনপি নেতাদের বক্তব্য, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ নজিরবিহীন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা আমাদের নেতাদের ওপর বর্বর হামলা চালিয়েছে এবং হোটেলেও হত্যার হুমকি দিয়েছে। এই সব তথ্য, ভিডিও ও নথি মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জমা দেওয়া হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় ও স্টেট নেতারা সমাবেশে অংশ নিয়ে বলেন, “আওয়ামী লীগের ১৫ বছরের শাসন দেশের মানুষকে ফোকলা করেছে। সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে তারা ক্ষমতায় ফিরে আসতে চায়। আমরা জনতার এই ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।