মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৫

ছবি: সংগৃহীত

দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভারতের তামিলনাড়ুর করুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

 

স্থানীয় পুলিশ জানিয়েছে, সমাবেশে প্রচুর ভিড় জমে যায়। হঠাৎ ধাক্কাধাক্কির একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদদলিতের ঘটনা ঘটে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন থালাপাতি বিজয়। তিনি নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top