মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২

ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা থালাপতি বিজয়ের এক জনসভায় পদদলিত হয়ে নারী-শিশুসহ অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারুর জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ভোটমুখী তামিলভূমে জোর প্রচারে নেমেছেন অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়। শনিবার কারুরে তামিলাগা ভেট্ট্রি কাজগম (টিভিকে) আয়োজিত এক র‌্যালি ও জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটে। মূল বক্তা ছিলেন বিজয় নিজেই।

 

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিজয়কে কাছ থেকে দেখার জন্য ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। অনেকে জ্ঞান হারান, শিশু ও নারীরাও চাপায় পড়েন। বিজয় মাঝপথে বক্তৃতা থামিয়ে দেন এবং অসুস্থদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

 

আয়োজকরা পুলিশকে জানিয়েছিলেন, ওই সভায় সর্বোচ্চ ১০ হাজার মানুষের সমাগম হবে। তবে বাস্তবে উপস্থিত হন কয়েকগুণ বেশি মানুষ। অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

 

এদিকে জানা যায়, বিজয় নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘণ্টা পর সভায় পৌঁছান। এ সময় গরম ও ভিড়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বিজয় বাসের ছাদ থেকে বক্তৃতা দিচ্ছিলেন এবং অসুস্থদের জন্য পানির বোতল ছুড়ে দেন। পানির বোতল নেওয়া নিয়েই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

 

কে এই বিজয়?

 

তামিল সিনেমার সুপারস্টার বিজয় চন্দ্রশেখর ৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ১৯৮৪ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় তার। পরে তিনি গড়ে তোলেন ফ্যান ক্লাব বিজয় মাক্কাল ইয়াক্কাম, যা এআইএডিএমকে জোটকে সমর্থন করত।

 

২০২৪ সালে সিনেমা ছেড়ে রাজনীতিতে যোগ দেন বিজয়। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বেশিরভাগ আসনে লড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়েই জনসভা করছেন তিনি।

 

২০ সেপ্টেম্বর টিভিকে কর্মীদের জন্য নিরাপত্তা ও আচরণবিধি জারি করেছিল। এতে সমর্থকদের বিজয়ের গাড়িবহর অনুসরণ বা প্রকাশ্যে বরণের আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি শিশু, প্রবীণ ও অসুস্থদের সমাবেশে না এসে অনলাইনে অনুষ্ঠান দেখার পরামর্শও দেওয়া হয়েছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top