মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩৯, আমার হৃদয় ভেঙে গেছে : থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬

ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। নিহতদের মধ্যে নারী-শিশুও রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে কারুর জেলার ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে বিজয়ের ‘ভেলিচাম ভেলিয়েরু’ শীর্ষক জনসভায় অনুমতির চেয়ে দ্বিগুণেরও বেশি মানুষ জড়ো হন। প্রবেশপথে ভিড়ের চাপ, ভেঙে পড়া ব্যারিকেড এবং বিশৃঙ্খলার কারণে শ্বাসরোধ হয়ে বহু মানুষ প্রাণ হারান।

 

থালাপতি বিজয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন—

“আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহনীয় যন্ত্রণা ও শোকে ভুগছি। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

 

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন জানান, মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৭ জন নারী, ৪ জন ছেলে এবং ৫ জন মেয়ে রয়েছে। আহতদের মধ্যে ২৬ জন পুরুষ ও ২৫ জন নারী চিকিৎসাধীন আছেন। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোক প্রকাশ করেছেন।

 

জনসভায় বিশৃঙ্খলার মধ্যে বিজয় নিজে বক্তব্য বন্ধ করে অসুস্থদের পানি দেন এবং নিখোঁজ শিশুদের খুঁজে বের করার আহ্বান জানান।

 

টিভিকে নেতারা বলেছেন, বিজয়ের প্রতি মানুষের ভালোবাসার কারণেই এমন বিপুল ভিড় হয়েছিল।

 

উল্লেখ্য, সম্প্রতি অভিনয় ছেড়ে রাজনীতিতে পুরোপুরি মনোনিবেশের ঘোষণা দেন বিজয়। তার শেষ সিনেমা ‘জন নায়ক’ মুক্তির অপেক্ষায় রয়েছে, যেখানে তিনি রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন। ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top