মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

ক্ষমতাচ্যুতির পর প্রথমবার প্রকাশ্যে কেপি শর্মা অলি: ‘দেশ ছেড়ে পালাব না

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭

ছবি: সংগৃহীত

জেন-জেনারেশনের (জেন-জি) আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার এক মাসও না পেরোতেই প্রকাশ্যে এলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। ক্ষমতা হারালেও দেশ ছাড়বেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন গুন্ডু আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন অলি। সেখানে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন,
“আপনারা মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব? আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারও সংবিধানের মূলধারায় নিয়ে আসব। আমরা দেশকে শান্তি ও সুশাসনে ফিরিয়ে আনব।”

অলি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি; তারা এসেছে সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে।

১৮ দিন আগে সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পান অলি। এরপর থেকে আড়ালে থাকলেও শনিবার তিনি প্রথমবার প্রকাশ্যে আসেন।

তিনি আরও দাবি করেন, কোনো ধরনের ষড়যন্ত্রে তিনি জড়িত নন। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে অলি বলেন,
“আন্দোলনের সময় প্রশাসনকে আমি কী নির্দেশনা দিয়েছি, সেই রেকর্ডিং যেন প্রকাশ করা হয়।”

এদিকে, সুশীলা কার্কির সরকার কেপি শর্মা অলি ছাড়াও তার সাবেক সরকারের কয়েকজন মন্ত্রীর পাসপোর্ট জব্দের প্রস্তুতি নিচ্ছে। এ প্রসঙ্গে অলি অভিযোগ করেন, এর মাধ্যমে তার মৌলিক অধিকার ক্ষুণ্ন করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top