বিজয়ের সমাবেশে ভয়াবহ পদপিষ্ট, মোদি-রাহুলের শোকপ্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১
অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের এক রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে নারী ও শিশু সহ কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছে। আরও অনেক আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ডেভিডসন দেবাশির্বথম জানিয়েছেন, রাত ৯টা পর্যন্ত অন্তত ৫০০ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন ঘটনাস্থলে পৌঁছেছেন এবং মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
দুর্ঘটনার খবর পেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদী সামাজিক মাধ্যমে লিখেছেন, “দুর্ভাগ্যজনক এই ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” বিরোধী দলনেতা রাহুল গান্ধীও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সুস্থতা কামনা করেছেন।
জানা গেছে, শনিবার কারুরে টিভি আয়োজিত জনসভায় বিজয় বক্তৃতা দিতে উঠতেই ভিড় ক্রমশ বাড়তে থাকে। উপস্থিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে অনেকেই আহত হন। কিছু শিশু অসুস্থ হয়ে পড়ে এবং তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনায় তামিলভূমে ভোটমুখী প্রচারে ব্যস্ত বিজয় ও দলের অন্যান্য কর্মীরা হতাহতদের সাহায্যে এগিয়ে আসছেন। উল্লেখ্য, গত বছর হায়দরাবাদে পদপিষ্ট দুর্ঘটনায় ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে একজনের মৃত্যু হয়েছিল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।