মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

আমার হৃদয় ভেঙে গেছে, এই শোক ভাষায় প্রকাশ করা যায় না

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২

সংগৃহীত

তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি। নিহতদের মধ্যে ৮ শিশু ও ১৬ নারী রয়েছেন।

শনিবার সন্ধ্যায় ‘ভেলিচাম ভেলিয়েরু’ নামের সমাবেশে প্রায় ৬০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন, যা অনুমতির দ্বিগুণেরও বেশি। বিশৃঙ্খলা সৃষ্টি হলে লোকজন হুড়োহুড়ি করে সামনে এগোতে গিয়ে অনেকেই প্রাণ হারান।

ঘটনার পর টিভিকে দলের প্রধান বিজয় এক্সে লিখেছেন—আমার হৃদয় ভেঙে গেছে, এই শোক ভাষায় প্রকাশ করা যায় না।

মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন নিহতদের পরিবারকে ১০ লাখ এবং আহতদের এক লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। এ ঘটনায় তদন্তে বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে কমিশন গঠন করা হয়েছে। এটি প্রথম নয়—গত বছরও বিজয়ের এক সমাবেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top