গাজায় নিরাপদ অঞ্চলেও ১৩৩ হামলা, নিহত প্রায় ২ হাজার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫
গাজার কথিত ‘মানবিক নিরাপদ অঞ্চলেও’ ইসরায়েলের অব্যাহত হামলায় রক্ত ঝরছে প্রতিদিন। মাত্র দেড় মাসে দক্ষিণ ও মধ্য গাজায় হয়েছে ১৩৩টি হামলা—নিহত হয়েছেন ১ হাজার ৯০৩ জন, যা গাজার মোট প্রাণহানির প্রায় ৪৬ শতাংশ।
শনিবারই অন্তত ৯১ জন প্রাণ হারিয়েছেন। হাসপাতালগুলো মারাত্মক সংকটে—অ্যানাস্থেসিয়া, অ্যান্টিবায়োটিক নেই। জর্ডান ফিল্ড হাসপাতাল থেকে রোগী ও চিকিৎসকদের সরিয়ে নিতে হয়েছে। চিকিৎসকেরা অভিযোগ করছেন—শিশুদের একমাত্র বিশেষায়িত রান্তিসি হাসপাতালও ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছে।
বৈশ্বিক প্রতিক্রিয়ায় বার্লিন, লিভারপুলসহ বহু শহরে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, শিগগিরই যুদ্ধবিরতিতে সমঝোতা হতে পারে। তবে হামাস বলছে—তাদের কাছে কোনো প্রস্তাব আসেনি। আগামী সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।