ইইউ-ন্যাটোর ওপর রাশিয়ার হামলার ইচ্ছা নেই: লাভরভ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন—রাশিয়ার ইইউ বা ন্যাটো রাষ্ট্রগুলোর ওপর আক্রমণের কোনো ইচ্ছা নেই।
শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্যে তিনি বলেন—পশ্চিমাদের কাছ থেকে রাশিয়ার বিরুদ্ধে হুমকি এখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে রাশিয়ার বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে তার চূড়ান্ত জবাব দেওয়া হবে।
ইসরায়েল প্রসঙ্গে লাভরভ অভিযোগ করেন—হামাস নির্মূলের অজুহাতে গাজা, পশ্চিম তীর এবং কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে পুরো অঞ্চল বিস্ফোরণের মুখে পড়ছে। ইরানকে ঘিরে পশ্চিমা শক্তির সাম্প্রতিক নিষেধাজ্ঞা সিদ্ধান্তকে তিনি অবৈধ বলে মন্তব্য করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।