মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

পাকিস্তানে সেনা অভিযানে নিহত বাংলাদেশি যুবক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৫

ছবি: সংগৃহীত

পাকিস্তানে সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলার দর্শখেলের শাহ সেলিম থানার কাছে সেনাবাহিনী চালানো অভিযানে তিনি নিহত হন। ওই অভিযানে মোট ১৭ জনকে হত্যা করে পাক সেনারা।

রোববার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি ছিলেন। তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র, টাকা এবং ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গেছে। এর মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়।

সংবাদমাধ্যমটি জানায়, আফগান সীমান্তবর্তী ওই অঞ্চলে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা সেখানে বিদেশি উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, এর আগেও সন্ত্রাসবিরোধী অভিযানে দুই থেকে তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। তারা ধর্মীয় শিক্ষা নেওয়ার অজুহাতে আফগানিস্তানে প্রবেশ করে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছিলেন।

অভিযান প্রসঙ্গে পাকিস্তান সেনাবাহিনী জানায়, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ১৭ সদস্যকে হত্যা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী, স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) এবং কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) যৌথভাবে অংশ নেয়।

দুই দিনব্যাপী এ অভিযানে পাহাড়ি এলাকায় টিটিপির অবস্থান ঘিরে ফেলা হয়। এতে ১৭ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ১০ জন আহত হয়। অভিযানে নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও আহত হয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top