প্রত্যেক পরিবারকে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেবেন বিজয়
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৪
তামিলনাড়ুর আকাশে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে শনিবার প্রাণ গেছে অন্তত ৩৯ জনের। ভিড়ের চাপে নারী-শিশুসহ বহু মানুষ নিস্তেজ হয়ে পড়েন। গুরুতর আহত অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন থালাপতি বিজয়। ভেঙে পড়া কণ্ঠে তিনি লিখেছেন, “আমার হৃদয় ভেঙে গেছে। আমি শোকে স্তব্ধ। প্রাণ হারানো ভাই-বোনদের পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
শোক প্রকাশের পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোরও ঘোষণা দিয়েছেন বিজয়। প্রতিটি নিহতের পরিবারের হাতে পৌঁছে যাবে ২০ লাখ রুপি, আর আহতদের জন্য থাকছে ২ লাখ রুপি সহায়তা। তার ভাষায়, “অর্থ কোনোদিন জীবনের বিকল্প হতে পারে না। কিন্তু আপনাদের কষ্ট ভাগ করে নেওয়ার এই মুহূর্তে সামান্য হলেও পাশে থাকা আমার দায়িত্ব।”
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও বিজয়ের জনসভায় ভিড় সামলানো নিয়ে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। গত ২১ আগস্ট মাদুরাইয়ের এক সভায় নিরাপত্তা কর্মীদের ধাক্কায় দর্শক আহত হওয়ার অভিযোগ ওঠে, যা মামলা পর্যন্ত গড়ায়। এবারের দুর্ঘটনা যেন সেই আশঙ্কাকে ভয়াবহ রূপে ফিরিয়ে এনেছে তামিলনাড়ুর মাটিতে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।