ইউক্রেনে ড্রোন হামলায় চারজন নিহত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৫
ইউক্রেনের মিয়েদ শহরে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক ১২ বছরের শিশুকন্যাও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়েভ ও আশপাশের এলাকায় গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। তারা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, রাশিয়ার সেনারা নতুন করে ব্যাপক ড্রোন হামলা শুরু করেছে।
ইউক্রেনের সেনা প্রধান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, রাশিয়ার বিমান বাহিনী অন্তত ১৫টি আবাসিক স্থানে হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু মূলত বেসামরিক এলাকায় কেন্দ্রিত ছিল বলে অভিযোগ উঠেছে।
রাশিয়া এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা বেড়ে গেছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।