ইউরোপের আরেক দেশ সান মারিনোও স্বীকৃতি দিল ফিলিস্তিনকে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৫
ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ—সান মারিনো।শনিবার, জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে এই ঘোষণা দেন সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি।
তিনি স্পষ্ট করে বলেন—জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, নিরাপদ ও স্বীকৃত সীমান্তের ভেতরে ফিলিস্তিন একটি সার্বভৌম রাষ্ট্র। এটি ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার।
এর মধ্য দিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের পথ অনুসরণ করল সান মারিনো। শুধু তাই নয়, সাম্প্রতিক জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে আরও কয়েকটি পশ্চিমা দেশ—যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল।
এরপর যোগ দিয়েছে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, এন্ডোরা ও মোনাকো। এর আগে এ বছরের মার্চে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকোও। ক্রমেই বাড়ছে আন্তর্জাতিক স্বীকৃতি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।