জাতিসংঘ ফেরাল ইরানের ওপর অস্ত্র ও পারমাণবিক নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০২
জাতিসংঘ ইরানের ওপর আবারও অস্ত্র ও অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় দেশগুলোর উদ্যোগে এই প্রক্রিয়া চালানো হলেও তেহরান কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে।
ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তাব দেয়। ওই চুক্তির লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা। তেহরান বরাবরের মতোই এসব অভিযোগ অস্বীকার করেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২০০৬–২০১০ সালের বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে আরোপিত সব নিষেধাজ্ঞা শনিবার ইউরোপের সময় রাত ৮টার দিকে পুনর্বহাল করা হয়েছে। যদিও চলতি সপ্তাহে সাধারণ অধিবেশনের ফাঁকে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা হয়েছিল।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস বলেন, “ইরানের পরমাণু ইস্যুর টেকসই সমাধান কেবল আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সম্ভব।”
ইরান সতর্ক করেছে, নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে তারা কড়া প্রতিক্রিয়া জানাবে। এর আগে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূতদের পরামর্শের জন্য দেশে ফিরিয়ে নেয়া হয়।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, ইরান এনপিটি চুক্তি থেকে বের হওয়ার কোনও ইচ্ছা রাখে না।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই পদক্ষেপকে অবৈধ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল স্বীকৃতি দিলে তা বড় ভুল হবে।”
ইউরোপীয় শক্তিগুলো ইরানকে পরমাণু পরিদর্শকদের প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে উদ্বেগ দূর করার শর্ত দিয়েছে। এসব শর্ত মানা হলে নিষেধাজ্ঞা পুনর্বহাল ছয় মাস পর্যন্ত স্থগিত রাখা হবে।
ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টা ও আলোচনার প্রক্রিয়া অব্যাহত থাকবে। ইরানকে চুক্তিতে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: রয়টার্স
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।