থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জন নিহত, টিভিকে নেতাদের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৫
থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জন নিহত, টিভিকে নেতাদের বিরুদ্ধে মামলা
ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে ওঠা থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যু এবং ৫০ জনেরও বেশি আহতের ঘটনায় তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)–এর সিনিয়র নেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে পুলিশ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজ্যের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ভি. সেলভারাজ। তিনি জানান, টিভিকে নেতারা— বুসি আনন্দ, নির্মল কুমার এবং ভিপি মাথিয়ালাগনের বিরুদ্ধে সম্ভাব্য অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
পুলিশ জানায়, দলটি ১০ হাজার লোকের সমাবেশের অনুমতি নিলেও উপস্থিতি হয়েছিল তার দ্বিগুণেরও বেশি। প্রচণ্ড ভিড় সামলাতে না পারায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
গতকাল শনিবার কারুর জেলার ওই সমাবেশে শিশু-নারীসহ বহু মানুষ নিহত হন। সমাবেশ চলাকালীন বিজয়কে ভিড়ের মধ্যে জ্ঞান হারানো সমর্থকদের দিকে পানি ছুঁড়ে দিতে এবং নিয়ন্ত্রণ হারানো পরিস্থিতিতে পুলিশকে সাহায্যের জন্য ডাকতে দেখা যায়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।