মিশিগানে গির্জায় গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৮
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩
মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে যিশুখ্রিস্ট অব ল্যাটার-ডে সেইন্টস চার্চে ভয়াবহ গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।
গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের পুলিশ প্রধান উইলিয়াম রেনিয়ে জানান, হামলাকারী ৪০ বছর বয়সী থমাস জেকব স্যানফোর্ড, যিনি মিশিগানের বার্টন শহরের বাসিন্দা, পুলিশের গুলিতে নিহত হয়েছেন। রোববার সকালে জরুরি ফোনকল পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে হত্যা করে।
পুলিশ প্রধান রেনিয়ে সংবাদ সম্মেলনে বলেন, “গির্জার ভেতরে আরও দুটি মরদেহ পাওয়া গেছে। এখনো কিছু লোক নিখোঁজ রয়েছেন, কারণ আগুনে পুরো গির্জাটি ধ্বংস হয়ে যাওয়ায় সেটি সম্পূর্ণভাবে তল্লাশি করা সম্ভব হয়নি।”
অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক (এটিএফ) ব্যুরোর ডেট্রয়েট শাখার কর্মকর্তা জেমস ডিয়ার জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হামলাকারী কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে গির্জায় আগুন লাগিয়েছিল।
আহতদের স্থানীয় হেনরি ফোর্ড জেনেসিস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হলেও বাকিরা স্থিতিশীল আছেন।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ঘটনার সময় শত শত মানুষ রোববারের প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন। হামলাকারী প্রথমে গাড়ি চালিয়ে গির্জার মূল দরজায় ধাক্কা দেন। এরপর গাড়ি থেকে নেমে একটি অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালানো শুরু করেন।
ঘটনাস্থল থেকে একটি চার দরজার পিকআপ ট্রাক উদ্ধার করা হয়েছে, যার পেছনে দুটি মার্কিন পতাকা লাগানো ছিল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।