যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা: সন্দেহভাজনসহ নিহত ৪, আহত ৮
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪
মর্মান্তিক বন্দুক হামলায় রক্ত ঝরলো যুক্তরাষ্ট্রের মিশিগানে। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের ‘চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টস’-এ গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ মোট চারজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটে পুলিশ হামলার বিষয়ে প্রথম ফোন কল পায়। গুলি ও অগ্নি সংযোগের এই ঘটনায় কমপক্ষে আটজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ প্রধান উইলিয়াম রেনেই জানিয়েছেন, খবর পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যেই পুলিশ গির্জার গাড়ি পার্কিং এলাকায় হামলাকারীর মুখোমুখি হয়। সেখানেই গুলি করে হত্যা করা হয় সন্দেহভাজন টমাস জ্যাকব স্যানফোর্ডকে।
হতাহতের সর্বশেষ তথ্যে ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পুলিশ প্রধান আরও জানান, এই মুহূর্তে পুরো কমিউনিটি গভীরভাবে আহত এবং শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য হটলাইন নম্বরও ঘোষণা করা হয়েছে। এই সহিংসতা মিশিগানের স্থানীয়দের মধ্যে গভীর ক্ষত সৃষ্টি করলো।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।