মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

ইরানের পরমাণু কর্মসূচির জেরে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯

সংগৃহীত

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে উদ্বেগ! যার জেরে তেহরানের ওপর আরোপিত অস্ত্র ও অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে জাতিসংঘ। ২০০৬ থেকে ২০১০ সালের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার ভিত্তিতে এই নিষেধাজ্ঞা শনিবার রাত ৮টা (যুক্তরাষ্ট্র সময়) থেকে পুনরায় কার্যকর হয়েছে।

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নিরাপত্তা পরিষদে অভিযোগ তোলে যে ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তি বা জেসিপিওএ লঙ্ঘন করেছে। যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে। এই চুক্তিটির উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্রোৎপাদন সক্ষমতা সীমিত করা। চুক্তিতে ইরান ছাড়াও যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন অংশ নিয়েছিল।

নিষেধাজ্ঞা স্থগিত রাখার শেষ চেষ্টা ব্যর্থ হওয়ার পরই জাতিসংঘের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলো। ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে সকল দেশকে এই প্রস্তাবনা সমুন্নতভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।        

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কায়া কাল্লাস জানিয়েছেন, দ্রুত ইউরোপীয়ভাবেও পূর্বে প্রত্যাহার করা পারমাণবিক-সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে। অন্যদিকে, ইসরায়েল এই সিদ্ধান্তকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে অভিহিত করে স্পষ্ট করে বলেছে—তাদের লক্ষ্য হলো ইরানকে থামানো এবং এ লক্ষ্যে বিশ্বের সব উপায় গ্রহণ করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top