যুক্তরাষ্ট্রে গির্জায় সাবেক মার্কিন সেনার গুলি, হামলাকারীসহ নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪১
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাংক শহরে একটি গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত ও আটজন আহত হয়েছেন। পরবর্তীতে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন।
রোববার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শতাধিক মানুষ উপস্থিত ছিলেন প্রার্থনার প্রস্তুতিতে। এ সময় আকস্মিকভাবে একটি গাড়ি গির্জার ভেতরে ঢুকে পড়ে। এরপর হামলাকারী অ্যাসল্ট রাইফেল হাতে নির্বিচারে গুলি চালাতে থাকেন।
হামলার পর ভবনে অগ্নিসংযোগ করেন তিনি, এতে গির্জার ভেতরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়।
নিহত হামলাকারীর নাম থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। তিনি মিশিগানের বার্টন শহরে জন্মগ্রহণ করেন। স্যানফোর্ড মার্কিন সেনাবাহিনীর মেরিন শাখার সদস্য ছিলেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইরাকে যুদ্ধ মিশনে অংশ নিয়েছিলেন।
ঘটনাস্থলেই নিহত হন ৪ জন, আহত হন ৮ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ প্রথমে দুইজনের মৃতদেহ উদ্ধার করলেও পরে গির্জার ভেতর আরও দুজনের মরদেহ পাওয়া যায়।
গ্র্যান্ড ব্ল্যাংক শহরের পুলিশপ্রধান উইলিয়াম রেনি জানান, হামলা শুরুর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর গির্জার পার্কিং লটের কাছে পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী স্যানফোর্ড।
এ হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও পরিষ্কার নয়। স্যানফোর্ডের বাসস্থান ও ফোন রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, এই হামলার মাত্র ১৪ ঘণ্টা আগে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনার সাউথপোর্ট শহরে একটি পানশালায় বন্দুক হামলা হয়। ওই ঘটনায় অন্তত ৩ জন নিহত ও ৫ জন আহত হন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।