ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পেশোয়ার, রাজপথে হাজারো সমর্থক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩

সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে রাজপথ! শনিবার (২৭ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে পিটিআই কর্মী-সমর্থকরা বিশাল বিক্ষোভ সমাবেশে অংশ নেন। 

সমাবেশে যোগ দেন ইমরানের বোন আলেমা খানও। হাজারো কর্মী-সমর্থক কারাবন্দি এই নেতার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানও দেন।

সাবেক ক্রিকেট তারকা ইমরান খান ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই দেশটির শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে তার বিরোধ শুরু হয় বলে খবর শোনা যায়। ২০২২ সালে তিনি পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারান।   

গত বছর ঘুষের মামলায় আটক ও সাজাপ্রাপ্ত হন ইমরান। বর্তমানে তিনি কারাবন্দি এবং তার বিরুদ্ধে দেড় শতাধিক মামলা রয়েছে। তবে তাঁর সমর্থকরা এই মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top