মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

প্রবাসীদের ভোটার বানাতে নির্দেশ তারেক রহমানের: ‘ধানের শীষে ভোট চাই’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৮

সংগৃহীত

প্রবাসীদের ভোটার বানাতে দলীয় নেতাকর্মীদের বিশেষ নির্দেশ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কে নেতাকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে তিনি এই গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।   

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার বানাতে নির্বাচন কমিশন, বিদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিসে বিএনপি নেতাকর্মীদের যোগাযোগ করতে হবে। তাঁর নির্দেশ, প্রবাসীরা যেন ধানের শীষে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।

তারেক রহমান বলেন, বাংলাদেশে নির্বাচনের সময় প্রার্থী বা তার পক্ষের লোকেরা যেভাবে ঘরে ঘরে গিয়ে ভোট চায় বা ভোটার লিস্টের নামগুলো দিয়ে আসে, সেভাবে আপনাদের কাজ করতে হবে। অনেকের এনআইডি করতে হবে, যার যতটুকু সামর্থ্য আছে, তাকে কাজ করতে হবে।      

তারেক রহমান মনে করিয়ে দেন, দেশে সাড়ে ১২ কোটি ভোটারের সঙ্গে ৫০ লাখ প্রবাসী ভোটার যুক্ত হলে মোট ১৩ কোটি ভোটার হবে, যা ‘বিরাট একটা ব্যাপার’। তিনি সবাইকে নির্বাচন কমিশনের নিয়ম বুঝে দ্রুত কাজ শুরু করার তাগিদ দেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top