মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

রাশিয়া থেকে ৫২ হাজার মেট্রিক টন গম বন্দর বন্দরে পৌঁছেছে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৫

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম, ২৯ সেপ্টেম্বর – রাশিয়া থেকে আসা ৫২,৫০০ মেট্রিক টন গমবাহী জাহাজ সোমবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে। এটি সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ জুলাই নগদ ক্রয় চুক্তির মাধ্যমে এই গম আমদানি করা হয়েছিল। দ্রুত খালাসের জন্য জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষাও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট ৫২,৫০০ মেট্রিক টনের মধ্যে ৩১,৫০০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে এবং অবশিষ্ট ২১,০০০ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top