নিখোঁজ অন্তত ২১, আহত ৮৮ জন
টাইফুন বুয়ালোইয়ে ভিয়েতনামে ১৯ জন নিহত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০
দক্ষিণ চীন সাগরে সৃষ্ট শক্তিশালী টাইফুন বুয়ালোই আঘাত হেনেছে ভিয়েতনামে। ঝড়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ২১ জন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৮৮ জন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রতিবেশী ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালানোর পর সোমবার টাইফুনটি ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে। আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটারেরও বেশি। ঝড়ের ২৪ ঘণ্টা আগে থেকেই ভিয়েতনামজুড়ে ভারী বৃষ্টি শুরু হয়েছিল।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এনঘে এন এবং হা তিন প্রদেশে। নিহত, নিখোঁজ ও আহতদের সবাই এ দুই প্রদেশের বাসিন্দা। ভূমিধস ও হড়পা বানের কারণেই অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া এই দুই প্রদেশে অন্তত ১ লাখ বাড়িঘর আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং প্রায় ১০ হাজার একর জমির ধান ও অন্যান্য ফসল নষ্ট হয়েছে।
ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় মধ্যাঞ্চলের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বিদ্যুৎ পরিষেবা।
এর আগে, ফিলিপাইনে আঘাত হেনে টাইফুন বুয়ালোই সেখানে ২৬ জনের প্রাণ কেড়ে নেয় এবং ১৪ জনকে নিখোঁজ করে।
সূত্র : রয়টার্স
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।