ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চূড়ান্ত করতে সম্মতি জানিয়েছে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪
দখলদার ইসরায়েল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি নিয়ে প্রস্তুত হওয়া যুক্তরাষ্ট্রের ২০ দফা প্রস্তাবে সম্মত হয়েছে। প্রস্তাবটি সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশ করেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; এতে ইতিমধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্মতি জানিয়েছেন। এখন বাকি — হামাসের অনুমোদন।
সংক্ষিপ্ত সারমর্ম
-
ট্রাম্প ঘোষিত ২০ দফা প্রস্তাবে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
-
হামাস সম্মতি দিলে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত- উভয় জিম্মি মুক্তি পাবেন।
-
গাজার নিয়ন্ত্রণ পরবর্তীতে হামাস ছাড়বে; সেখানে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে — যার নেতৃত্বে থাকবেন ট্রাম্প।
-
গাজার মানুষ গাজার মধ্যেই থাকতে পারবে; তাদের জোরপূর্বক অন্য কোনো দেশে পাঠানো হবে না।
-
প্রস্তাবে গাজা ও হামাসকে পুরোপুরি নিরস্ত্রকরণ, হামাসের সুড়ঙ্গ ও অবকাঠামো ধ্বংস, এবং এই কাজে আরব দেশগুলোর সহায়তা গ্রহণের কথা উল্লেখ আছে।
-
ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন: আরব দেশগুলো ব্যর্থ হলে ইসরায়েলই নিরস্ত্রকরণে হাত দেবে এবং যুক্তরাষ্ট্র তার পূর্ণ সমর্থন দেবে।
প্রস্তাবের গুরুত্বপূর্ণ দিকগুলো
-
জিম্মি মুক্তি: হামাস সম্মতি দিলে সব জিম্মিকে (জীবিত ও মৃত) ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়া হবে।
-
অন্তর্বর্তী প্রশাসন: গাজার শাসন কার্য পরিচালনার জন্য আমেরিকা, ইউরোপ ও আরব দেশগুলো মিলিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে; এতে ট্রাম্পের নেতৃত্বে একটি পরিকল্পনার কথা বলা হয়েছে।
-
অবস্থান পরিবর্তন নয়: গাজার বসবাসকারীরা গাজাতেই থাকবেন; জোরপূর্বক প্রত্যাবাসন বা বাস্তুচ্যুতির কোনো উদ্যোগ নেয়া হবে না।
-
নিরস্ত্রীকরণ ও অবকাঠামো ধ্বংস: হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা এবং সুড়ঙ্গসহ তাদের সব সামরিক অবকাঠামো ধ্বংস করার কথা প্রস্তাবে উল্লেখ আছে; এতে আরব দেশগুলোর সহযোগিতা নেওয়া হবে বলে দাবি করা হয়েছে।
-
হুমকি ও বিকল্প: ট্রাম্প জানিয়েছেন — যদি আরব দেশগুলো ব্যর্থ হয়, তবে ইসরায়েলই এই কাজ করবে; তিনি হামাসকে সরাসরি হুমকি দিয়েছেন যে যদি প্রস্তাব গ্রহন না করে বা পরবর্তীতে সরে আসে, ইসরায়েল তাদের নির্মূল করবে।
প্রতিক্রিয়া ও পরবর্তী ধাপ
ইসরায়েল ইতোমধ্যে প্রস্তাবে সম্মতি জানালেও এখন অপেক্ষা করতে হবে হামাসের আনুষ্ঠানিক সম্মতির জন্য। ঐ সম্মতি পাওয়া মাত্রই প্রস্তাবিত ৭২ ঘণ্টার ভেতরে জিম্মিদের মুক্তি এবং গাজার ওপর স্থায়ী যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা বলা হয়েছে।
প্রাসঙ্গিক মন্তব্য
ট্রাম্প সোমবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকের পর এই পরিকল্পনার কথা ঘোষণা করেন বলে জানা গেছে। প্রস্তাব বাস্তবায়নে টানাপোড়েন বা বাধা এলে যে কোনও সময় পরিস্থিতি বদলাতে পারে—বিশেষত যখন নিরস্ত্রীকরণ ও অন্তর্বর্তী প্রশাসন সংক্রান্ত বিষয়ে বিতর্ক জ্বলতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।