নারীর ছবি ও ভিডিও অনলাইনে পোস্ট করার অপরাধে জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৩:৪১

সংযুক্ত আরব আমিরাতে (UAE) অনুমতি ছাড়া একজন নারীর ছবি ও ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অপরাধে এক পুরুষকে ২০ হাজার দিরহাম জরিমানা করেছে দেশটির আদালত। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় সাড়ে ৬ লাখ টাকা।
সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, অভিযোগে বলা হয়েছে যে অভিযুক্ত ব্যক্তি অনলাইনে ওই নারীর গোপনীয়তা লঙ্ঘন করেছেন। এর ফলে নারীর মানসিক কষ্ট ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) আদালতের নথি অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আবুধাবি ফ্যামিলি, সিভিল ও অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লেইম কোর্ট এই রায় দেন। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি একই অপরাধে মার্চে দোষী সাব্যস্ত হন এবং আপিল আদালতও রায় বহাল রাখে। কোনো নতুন আপিল না করার কারণে রায় চূড়ান্ত হয়।
আদালত মনে করেছে, গোপনীয়তার লঙ্ঘন নারীকে নৈতিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যদিও বাদী ৫০ হাজার দিরহাম ক্ষতিপূরণ দাবি করেন, আদালত তথ্যপ্রমাণের ভিত্তিতে ২০ হাজার দিরহাম জরিমানাই যথেষ্ট বিবেচনা করেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।