সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

ট্রাম্পের হুঁশিয়ারি:

রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারতীয় পণ্যের শুল্ক বাড়বে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১১:৫৪

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি ভারত রাশিয়ার তেল আমদানি বন্ধ না করে, তবে ভারতীয় রফতানিপণ্যের ওপর আরোপিত শুল্ক আরও বৃদ্ধি পেতে পারে। ট্রাম্পের মন্তব্য ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রোববার স্থানীয় রাতে এয়ার ফোর্স ওয়ানে এক সাংবাদিক ভারতের ওপর শুল্ক নিয়ে ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে এবং মোদি তাঁকে আশ্বস্ত করেছেন যে রাশিয়ার তেল আর কেনা হবে না। ট্রাম্প বলেন, “তারা যদি তা বলতে চায়, তাহলে বিশাল শুল্ক দিতে হবে।”

এদিকে ভারত সরকার ট্রাম্পের দাবিটি অস্বীকার করেছে। ভারতের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি মোদির সঙ্গে ট্রাম্পের কোনো ফোনালাপ হয়নি।

গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন ভারতীয় রফতানিপণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। এতে টেক্সটাইল, ওষুধ ও অন্যান্য খাতের পণ্য অন্তর্ভুক্ত। ট্রাম্পের হুঁশিয়ারি অনুযায়ী, ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে এই শুল্ক বহাল থাকবে, এমনকি আরও বাড়তে পারে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত রাশিয়ার তেল আমদানি বাড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে বিধিনিষেধের কারণে রাশিয়া সস্তায় তেল বিক্রি করছে। যুক্তরাষ্ট্রের মতে, ভারত রাশিয়ার তেল কিনায় ইউক্রেনে চলমান যুদ্ধ চালু রাখতে পারছে রাশিয়া।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top