সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

স্বস্তি গাজায়: জাতিসংঘের সহায়তায় চালু বেকারিতে প্রতিদিন ৩ লাখ রুটি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৭:৪৪

সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজায় ক্ষুধার্ত মানুষের জন্য অবশেষে স্বস্তির খবর। গাজার দেইর আল-বালাহ শহরে জাতিসংঘের সহায়তায় সচল হয়ে উঠেছে একটি বেকারি। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম -এর এই বেকারিটি এখন দিন-রাত কাজ করে প্রতিদিন তৈরি করছে প্রায় তিন লাখ রুটি। এর ফলে যুদ্ধপীড়িত এই অঞ্চলে খাদ্য সংকট কিছুটা হলেও লাঘব হচ্ছে।

জাতিসংঘের মানবিক ত্রাণ দফতরের ফুটেজে দেখা গেছে, শ্রমিকরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন আর বাইরে লাইনে অপেক্ষা করছেন ক্ষুধার্ত গাজাবাসীরা। আন্তর্জাতিক ত্রাণ পৌঁছানোর পরেই বেকারিটি এই বিশাল উৎপাদন সক্ষমতা ফিরে পেয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বেকারি পরিদর্শনে গিয়ে বলেন, যুদ্ধবিরতি টিকে থাকলে দ্রুত পুনর্গঠন ও খাদ্য উৎপাদন সম্ভব। জাতিসংঘের লক্ষ্য হলো, গাজায় এমন আরও ৩০টি বেকারি চালু করা, যাতে দীর্ঘস্থায়ীভাবে ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলা করা যায়।

তবে উত্তর গাজায় এখনো ত্রাণ পৌঁছাতে ব্যাপক হিমশিম খাচ্ছে জাতিসংঘ। ক্ষতিগ্রস্ত সড়ক এবং অব্যাহত অবরোধের কারণে দুর্ভিক্ষপীড়িত ঐ অঞ্চলগুলোতে খাদ্য সরবরাহ প্রায় অসম্ভব হয়ে পড়েছে, যেখানে লাখো মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন। প্রতিদিন মাত্র ৫৬০ মেট্রিক টন খাদ্য গাজায় প্রবেশ করছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম।

ফ্লেচার জানান, গাজা সিটিতে দুর্ভিক্ষ রোধে প্রতি সপ্তাহে হাজার হাজার ত্রাণবাহী যান প্রবেশের দরকার। তবুও দেইর আল-বালাহ-এর এই বেকারিটি এখন গাজাবাসীর জন্য এক আশার প্রতীক।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top