সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু, জাতিসংঘে ‘জাতিগত নিধন’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৭:৫৭

সংগৃহীত

জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে ফিলিস্তিনিদের ওপর ‘জাতিগত নিধন’-এর দায় দেওয়ার পরই গাজা নগরীতে শুরু হলো ইসরায়েলি স্থল অভিযান। আজ, মঙ্গলবার ভোরে ইসরায়েলি কর্মকর্তারা সিএনএন-কে এই তথ্য নিশ্চিত করেছেন।

এই প্রথম জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন জানালো যে, ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের ওপর জাতিগত নিধন চালাচ্ছে। আজ ৭২ পাতার একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদনও প্রকাশ করেছে সংস্থাটি।

হামাসের সর্বশেষ ঘাঁটি বলে বিবেচিত গাজা নগরীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা গত মাসেই ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছিল। স্থল অভিযানের আগে গত সপ্তাহ থেকে ইসরায়েলি বাহিনী ব্যাপক বিমান হামলা চালাচ্ছিল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ মঙ্গলবার দম্ভোক্তি করে বলেন, ‘গাজা জ্বলছে।’

যদিও ঘনবসতিপূর্ণ শহরটি পুরোপুরি খালি করা সম্ভব হয়নি, তবুও এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ২০ হাজার ফিলিস্তিনি গাজা নগরী থেকে পালিয়ে গেছেন। এদিকে সোমবার দিবাগত রাতে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আল-শিফা এবং ব্যাপ্টিস্ট হাসপাতাল কর্তৃপক্ষ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top