মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

নির্বাচনের আগ মুহূর্তে মামদানিকে নিয়ে ট্রাম্পের হুমকি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৭:২৩

সংগৃহীত

নিউ ইয়র্ক সিটির বহুল আলোচিত মেয়র নির্বাচন আজ (মঙ্গলবার)। ভোটগ্রহণের আগের রাতে হঠাৎ করে আলোচনায় আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—তিনি প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন ভোটারদের, যেন তাঁরা ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে ভোট না দেন। বরং ট্রাম্পের সমর্থন এখন মামদানির প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুয়োমোর দিকে।

বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেছেন—মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটির জন্য ফেডারেল অর্থায়নে “ন্যূনতম আইনি বাধ্যবাধকতার বাইরে অতিরিক্ত কোনো বরাদ্দ দেওয়া হবে না।”

স্থানীয় সময় সোমবার রাতে নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন,

“আপনি অ্যান্ড্রু কুয়োমোকে পছন্দ করুন বা না করুন, আপনার আসলে কোনো বিকল্প নেই। তাঁকেই ভোট দিন এবং আশা করুন তিনি ভালো করবেন। তিনি তা করতে সক্ষম, মামদানি নয়।”

অ্যান্ড্রু কুয়োমো আগে নিউ ইয়র্কের গভর্নর ছিলেন। সিটি নির্বাচনে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ডেমোক্র্যাট প্রাইমারিতে মামদানির কাছে পরাজয়ের পর। তাঁর প্রতিক্রিয়ায় কুয়োমো বলেন,

“ট্রাম্প আমাকে সমর্থন করছেন না, তিনি মামদানির বিরোধিতা করছেন।”

এদিকে, নির্বাচনের তৃতীয় প্রার্থী হলেন ট্রাম্পের নিজ দলের রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া। তবে সাম্প্রতিক জরিপগুলোতে স্লিওয়ার অবস্থান তলানিতে—সবচেয়ে এগিয়ে আছেন জোহরান মামদানি।

তবুও ট্রাম্প নিজ দলের প্রার্থীকে সরাসরি সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়ে লেখেন,

“কার্টিস স্লিওয়াকে ভোট দেওয়া মানে মামদানিকেই ভোট দেওয়া।”

তিনি আরও যোগ করেন,

“যদি মামদানি নির্বাচিত হন, তবে ফেডারেল অর্থায়নে আমি ন্যূনতম আইনি বাধ্যবাধকতার বাইরে অতিরিক্ত অর্থ পাঠাব—এমনটা ভাবা একেবারেই অবাস্তব।”

এর আগে গত রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প ভুলভাবে মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে বলেন,

“নিউ ইয়র্কে যদি একজন কমিউনিস্ট প্রশাসন চালায়, সেখানে পাঠানো অর্থ অপচয় ছাড়া কিছুই না।”

ফেডারেল অর্থায়ন নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাবে মামদানি বলেন,

“হুমকি দেওয়াটাই তাঁর (ট্রাম্প) আসল রূপ। আমিও এটিকে হুমকি হিসেবেই দেখি। তাঁর কথা কোনো আইন নয়।”

আজকের এই ভোটে তিন প্রার্থীর মধ্যে মূল লড়াই হচ্ছে জোহরান মামদানি ও অ্যান্ড্রু কুয়োমোর মধ্যে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শেষ মুহূর্তের হুঁশিয়ারি এবার নিউ ইয়র্ক সিটির ভোটারদের সিদ্ধান্তে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top