নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচন আজ, জরিপে বড় ব্যবধানে এগিয়ে জোহরান মামদানি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৭:৪১
                                        নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ (মঙ্গলবার)। ভোটের আগের দিন প্রকাশিত সর্বশেষ জনমত জরিপগুলোতে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি।
রিয়েল ক্লিয়ার পোলিং–এর সর্বশেষ জরিপ অনুযায়ী, মামদানি প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমোর চেয়ে গড়ে ১৪.৭ পয়েন্টে এগিয়ে আছেন। এতে মামদানি পেয়েছেন ৪৫.৮%, কুওমো ৩১.১% এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার সমর্থন রয়েছে ১৭.৩%। জরিপটি ২২ থেকে ৩০ অক্টোবরের মধ্যে সম্পন্ন হয়।
এর আগে অ্যাটলাসইন্টেল জরিপে মামদানি এগিয়ে ছিলেন ৬ পয়েন্টে—মামদানি ৪১%, কুওমো ৩৪%, এবং স্লিওয়া ২৪% সমর্থন পান।
ম্যারিস্ট ইউনিভার্সিটির জরিপে এই ব্যবধান আরও বাড়ে; সেখানে মামদানি এগিয়ে ১৬ পয়েন্টে। জরিপে মামদানি পান ৪৮%, কুওমো ৩২%, এবং স্লিওয়া ১৬% ভোটার সমর্থন।
ফক্স নিউজের জন্য বেকন রিসার্চ/শ অ্যান্ড কোম্পানি পরিচালিত জরিপেও একই চিত্র। ২৫ থেকে ২৯ অক্টোবর পরিচালিত এই জরিপে মামদানি ৪৭%, কুওমো ৩১% ও স্লিওয়া ১৫% সমর্থন পান।
সবচেয়ে বড় ব্যবধান দেখা গেছে এমারসন কলেজের জরিপে—এখানে মামদানি এগিয়ে আছেন ২৬ পয়েন্টে। জরিপে মামদানি ৫১%, কুওমো ২৬% এবং স্লিওয়া ২১% সমর্থন পান।
রেকর্ড সংখ্যক আগাম ভোট
এদিকে ভোটের আগে নিউইয়র্ক সিটিতে দেখা গেছে রেকর্ড পরিমাণ আগাম ভোটের অংশগ্রহণ। নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন—যা প্রেসিডেন্ট নির্বাচন বাদে অন্য কোনো নির্বাচনে নিউইয়র্কের ইতিহাসে সর্বোচ্চ।
গত রোববার ছিল আগাম ভোট দেওয়ার শেষ দিন। শুধু সেদিনই ভোট পড়ে ১ লাখ ৫১ হাজার, যা এক দিনে সর্বোচ্চ ভোটদানের রেকর্ড। তরুণ ভোটারদের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে—৩৫ বছরের কম বয়সী ভোটারদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এ বছর মেয়র নির্বাচনে আগাম ভোটের সংখ্যা ২০২১ সালের তুলনায় চার গুণ বেশি।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।