মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

মালয়েশিয়ায় চেয়ারের ফাঁকে আটকে গেল তরুণীর আঙুল, ফায়ার সার্ভিস উদ্ধার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৭:৫৫

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় এক অদ্ভুত ঘটনায় তরুণী একপর্যায়ে চেয়ারের ফাঁকে আটকে যায় তার আঙুল। শত চেষ্টা করেও নিজে বা আশপাশের কেউ আঙুল বের করতে না পারায় শেষ পর্যন্ত ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টকে খবর দেন তিনি। ঘটনাটি ঘটেছে গত ১ নভেম্বর।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর ডান হাতের কনিষ্ঠা আঙুল প্লাস্টিকের চেয়ারের আসনের ছোট গোল ছিদ্রে আটকে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ কাটার ব্যবহার করে সাবধানে চেয়ারের অংশ কেটে আঙুলটি উদ্ধার করেন। উদ্ধারকাজের সময় তারা নিশ্চিত করেছেন যে আঙুলে কোনো আঘাত না হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী নারী শান্তভাবে বসে রয়েছেন, আর উদ্ধারকর্মীরা সতর্কতার সঙ্গে চেয়ারের প্লাস্টিক কেটে আঙুল বের করছেন।

নেটিজেনদের মধ্যে এই ঘটনার নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একজন লিখেছেন, “প্রথমেই ভাবা দরকার, আঙুলটা ভেতরে কেন ঢোকালেন?” অন্য একজন প্রশ্ন তুলেছেন, “তেল বা লুব্রিকেন্ট ব্যবহার করে আঙুলটা বের করা যেতো না কেন, কেন কাটাকাটি?”

তবুও সবাই স্বস্তি প্রকাশ করেছেন যে, নারী আহত হননি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top