প্রত্যেক আমেরিকানকে ২ হাজার ডলার ডিভিডেন্ড: ট্রাম্পের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৬:২৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের নাগরিকদের জন্য এক বড় ঘোষণা দিলেন। শুল্ক রাজস্ব থেকে প্রত্যেক নাগরিককে কমপক্ষে দুই হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
রোববার (৯ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই ঘোষণা দেন। তবে, উচ্চ আয়ের ব্যক্তিরা এই সুবিধার বাইরে থাকবেন। ট্রাম্প এটিকে 'লভ্যাংশ' বা 'ডিভিডেন্ড' হিসেবে উল্লেখ করেছেন।
তবে এই পরিকল্পনা বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। কীভাবে এই লভ্যাংশ দেওয়া হবে, সে বিষয়ে ট্রাম্প স্পষ্ট করে কিছু না বললেও, ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইঙ্গিত দিয়েছেন, এটি কর কমানোর মাধ্যমেও আসতে পারে—যেমন টিপসে কর মওকুফ বা ওভারটাইমে করমুক্ত সুবিধা।
বর্তমানে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি নিয়ে সুপ্রিম কোর্টে বিতর্ক চলছে। এর মধ্যেই ট্রাম্প তাঁর অবস্থান ব্যাখ্যা করে বলেছেন, শুল্ক থেকে অর্জিত রাজস্বে ট্রিলিয়ন ডলার এসেছে, যা দিয়ে ৩৭ ট্রিলিয়ন ডলারের জাতীয় ঋণ পরিশোধের কাজ শুরু করা যাবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।