শাহজালালে আগুন: শর্টসার্কিট সূত্রপাত, দায় আইএইএবি-এর!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৭:৫০
গত ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে সংঘটিত অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তদন্ত কমিটি।
বেবিচকের তদন্ত কমিটির অনুসন্ধানে উঠে এসেছে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে।
তদন্তে এই অগ্নিকাণ্ডের জন্য দায় পাওয়া গেছে আমদানি কমপ্লেক্সের কুরিয়ার সার্ভিস পরিচালনাকারীদের সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে যাচ্ছে বেবিচক।
সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুপুর ২টা ১৫ মিনিটে টিনের ছাউনিওয়ালা পশ্চিম শেড থেকে ধোঁয়া উঠতে শুরু করে। ২টা ১৯ মিনিটে আগুনের শিখা দেখা দেয় এবং বৈদ্যুতিক বিস্ফোরণ ঘটে।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না। এমনকি কার্গো গোডাউন অন্যত্র সরিয়ে নেওয়া, স্বয়ংক্রিয় অগ্নি শনাক্তকরণ ব্যবস্থা এবং পর্যাপ্ত ফায়ার হাইড্র্যান্ট রাখার মতো একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ করা হচ্ছে বেবিচকের প্রতিবেদনে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পৃথক তদন্ত কমিটিও বৈদ্যুতিক শর্ট সার্কিট বা লিথিয়াম-আয়ন ব্যাটারিকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছিল। এই ঘটনার পর বিমানবন্দরের অগ্নি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।