'ফ্লেশ'-এর জন্য বুকার জিতলেন ডেভিড সালাই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৩:৩৬

সংগৃহীত

২০২৫ সালের বুকার বিজয়ী! হাঙ্গেরিয়ান-ব্রিটিশ লেখক ডেভিড সালাই তার শক্তিশালী উপন্যাস ‘ফ্লেশ’-এর জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন।

৫১ বছর বয়সী সালাই লন্ডনে এক জমকালো অনুষ্ঠানে ৫০ হাজার পাউন্ড মূল্যের এই পুরস্কারটি গ্রহণ করেন। তিনি এ বছর ভারতের কিরণ দেশাই এবং যুক্তরাজ্যের অ্যান্ড্রু মিলারসহ আরও পাঁচজন শক্তিশালী প্রতিদ্বন্দীকে পরাজিত করেছেন।

সালাইয়ের ‘ফ্লেশ’ উপন্যাসটি এক যন্ত্রণাক্লিষ্ট হাঙ্গেরিয়ান অভিবাসী, ইস্তভান-এর জীবন কাহিনী। কৈশোরে এক বয়স্ক নারীর সাথে সম্পর্ক থেকে শুরু করে যুক্তরাজ্যে তার সংগ্রাম এবং অবশেষে লন্ডনের উচ্চবিত্ত সমাজে তার অবস্থান—সব মিলিয়ে এটি এক গভীর মানবিক যাত্রার প্রতিচ্ছবি।

বিচারকদের মতে, এটি শ্রেণি, ক্ষমতা ও পৌরুষ নিয়ে ভাবনার এক গভীর উপন্যাস। পুরস্কার গ্রহণের সময় সালাই হাসতে হাসতে বলেন যে, তিনি কখনো ভাবেননি ‘ফ্লেশ’ নামের কোনো উপন্যাস বুকার জিততে পারে! তিনি তার ‘ঝুঁকিপূর্ণ’ উপন্যাসকে স্বীকৃতি দেওয়ার জন্য বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top