রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন: রায় ঘোষণাকে ঘিরে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৮:০৮

সংগৃহীত

সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ মোট চারটি জেলায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে অতিরিক্ত সতর্কতামূলক দায়িত্ব পালন করছে এই বাহিনী।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে রয়েছে বিজিবির টহল দল।

জানা গেছে, মূলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এই বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। গত এক সপ্তাহ ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতেই বিজিবিকে মাঠে নামানো হয়েছে।

এর আগে ১৩ নভেম্বর রায় ঘোষণার দিনকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়েছিল। এখন সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে। এ রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনলাইনে আবার কর্মসূচির ঘোষণা দেওয়ায় উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে প্রশাসন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top