রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

শেখ হাসিনার মামলার রায় সরাসরি বিটিভিতে, ঘোষণা সোমবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:৫৮

সংগৃহীত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। ঐতিহাসিক এই রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এই রায় দেবেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গত বৃহস্পতিবার জানিয়েছেন, তারা পাঁচটি অভিযোগের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেছেন।

অন্যদিকে, শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন। অন্যদিকে, রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও তার আইনজীবীর মাধ্যমে খালাস চেয়েছেন।

এই বহুল আলোচিত মামলায় প্রথম শহীদ আবু সাঈদের পিতা, নাহিদ ইসলাম এবং ড. মাহমুদুর রহমানসহ মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এই তিন আসামির বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করা হয়েছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top